আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে কনকনে শীতের আমেজ থেকে বঞ্চিত হবেন রাজ্যবাসী। আপাতত ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বড়দিনের আশেপাশে আরও বাড়বে তাপমাত্রা। এর পাশাপাশি নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েক সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডার আমেজ পাওয়া যাবে না।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বড়দিনের সময় যা ১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে। আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
হাওয়া অফিস এও জানাচ্ছে, বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে৷ পশ্চিমীঝঞ্ঝা আর নিম্নচাপের কারণে ঠান্ডার দাপট কমবে রাজ্য জুড়ে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বড়দিনের সময় যা ১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে। আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
হাওয়া অফিস এও জানাচ্ছে, বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে৷ পশ্চিমীঝঞ্ঝা আর নিম্নচাপের কারণে ঠান্ডার দাপট কমবে রাজ্য জুড়ে।
